সৈকতের ইতিহাসে! ইতিহাসের সৈকতে!

মন্দারমণি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপকুলে নবনির্মিত একটি সমুদ্র সৈকত। দীঘা ও শঙ্করপুরের কাছে এই সমুদ্র সৈকত টি বর্তমানে পশ্চিমবাংলার একটি উন্নত সমুদ্র সৈকত। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব প্রায় ১৮৯ কিমি। আদিম সমুদ্র সৈকত, অক্ষুণ্ণ পলি মৃত্তিকা, ও রঙিন বালিয়াড়ির মধ্য দিয়ে মন্দারমণি ধীরে ধীরে পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।
ভারতে সবচেয়ে দীর্ঘ গাড়ি চালানোর মত সৈকত হল মন্দারমণি। এর সুবিস্তীর্ণ ১৩ কিমি ব্যাপী পথে আপনি নিঃসন্দেহে শান্তি খুঁজে পাবেন ড্রাইভিং এ। তাছাড়াও দৈনন্দিন ব্যস্ততা এড়াতে এই সৈকতে আপনি সমুদ্রের সাথে বেশ খানিকটা সময় কাতিয়ে নিতে পারেন সাতার কেটে।

0 Comments