তরঙ্গমালা গেস্ট হাউস | না লিখে পারলাম না!

তরঙ্গমালা গেস্ট হাউসটি  মন্দারমণি সৈকতের সান সিটির প্রায় পাশেই ১৫মিনিটের দূরত্বে অবস্থিত।  প্রকৃতির কোলে সবুজে ভরপুর এই রিসোর্টটি আপনার বেশ ভাল লাগবে। এবং খরচের দিক দিয়েও বাকিগুলির চেয়ে অনেক কম। এই রিসোর্টটি কটেজ প্রকৃতির।  তিন ধারে রুম সন্নিবিষ্ট ও একধারে ঝাউ বন, এবং ঝাউবনটা পেরুলেই সমুদ্র, সব মিলিয়ে সমুদ্রের পাশে থাকার প্রকৃত জায়গা।

বছর ছয়েক আগে নেট থেকেই খুঁজে পেয়েছিলাম তরঙ্গমালা কে, আর এখন আর কোনো alternative খুঁজে পাই না! 

একটু offbeat জায়গা, নিরিবিলি রিসোর্ট, জন কোলাহল বাদ দিয়ে শান্ত ঝাউবনের মাঝখান থেকে সমুদ্রের দিকের রাস্তা। সব মিলিয়ে একান্তই নিজস্ব! ৫ ষ্টার এর নিরিখে মাপা যাবে না হয়তো, তবে, প্রকৃতির সম্পূর্ণ আস্বাদ আপনি পেয়ে যাবেন এখানে! সন্ধ্যেবেলা কিংবা ভোরবেলা উপকূলের মৃদু হাওয়ায় বীচের ধারে গা এলিয়ে উপভোগ করার ইচ্ছে আপনার রিসোর্ট এ থেকেই পূর্ণ হয়ে যাবে! কিংবা ঝাউবনে দোলনায় হাজারো পাখির ডাক শোনা! 

মন্দারমনির দাদনপাত্রবাড় থেকে ডানদিকে (এখন ভিতর দিয়েও পাকা রাস্তা সোজা তরঙ্গমালায় উঠেছে।) মোহনার দিকে শান্ত নিরিবিলি ঝাউবনের পাশেই তরঙ্গমালা। এর ভিতরেও একটি পুকুর ও নিজস্ব ঝাউবন রয়েছে। ঝাউবন শেষ হলে সি বীচ এর খানিক টা ঘিরে বসার জায়গা রয়েছে, যেখান থেকে সমুদ্রের পুরোটাই আপনি উপভোগ করতে পারবেন! 

শেষ পর্যন্ত যা জানি, 

তরঙ্গমালা রিসোর্ট এর ভাড়া:

ডবল বেড ৯৯০ টাকা
ফোর বেড – ১ টাকা
অতিরিক্ত জন প্রতি ১০০ টাকা।
(As Of ০৮.০১.২০১৮)

যোগাযোগ নম্বর – ৯৯৩২৯৭৭১৮৪/৯৭৩৩৮৪৪৮৯৪

বুকিং এর জন্য যোগাযোগ করুন:
সল্ট লেক – ৯৮৩০৪৬৫৬৬৪
গড়িয়াহাট – ০৩৩-২৪৪০৪৩৮৪
ভবানিপুর – ৯৮৩১০৩১৮৯৫
বিবাদী বাগ – ৯০০৭৬১৪৬২৮
বীরাটি – ৯৮৩০১৬৩১৫৪

সময়সীমা:
চেক ইন / আউট টাইম - সকাল ১২ টায়। যদিও অফ সিজনে কিছুক্ষণ বেশি সময় নিলেও আপত্তি নেই!

খাবেন কি?
অনেকগুলি খাবারের মেনুর মধ্যে কয়েকটি এখানে দিলাম:
ব্রেকফাস্ট – ব্রেড বাটার – ৪০ টাকা, লুচি, অমলেট ও  ছোলার ডাল – ৪০ টাকা
লাঞ্চ – ভেজ মিল – ৬০ টাকা, সিঙ্গেল এগ মিল – ৭০ টাকা, ডবল এগ মিল – ৮০ টাকা, চিকেন মিল – ১২০ টাকা, প্রন মিল – ১৬০ টাকা,
(এছাড়া পমফ্রেট ও ক্র্যাবও রয়েছে)

ডিনার
রুটি ৫ টাকা পিস
এছাড়া সবজি হিসাবে আপনি পাবেন
চিকেন কষা – ৮০ টাকা
ক্র্যাব কষা – ১৫০ টাকা
অমলেট – ১০ টাকা পিস

(খাবারের রেট গুলি এপ্রিল, ২০১৪ সালের রেট।  রেট চেঞ্জ হতে পারে। )

1 Comments