মায়াবী মোহনায় মোহিত!

মন্দারমণির আর একটি উল্লেখ্য স্থান হল মোহনা। বীচের শেষে পিছাবনি নদীর মোহনা একটি পরম আনন্দের স্থান। অন্তত শেষ বিকেলের আবছা আলোয় আপনার প্রাণ জুরিয়ে যাবে। 

মন্দারমণি তে গেলে অবশ্যই মোহনায় ঘুরে আসবেন। সময় ত বলেইছি, ভর কিম্বা সন্ধ্যে! লাল কাঁকড়ার পাথর বিছান পথে মোহনা বেশ ভালই লাগবে।  এখানে পিছাবনি নদী সমুদ্রে মিশেছে। তবে একটু সময় নিয়ে যাবেন। একদম সন্ধ্যের মুখে গেলে আবার কিছুই দেখতে পাবেন না। তরঙ্গমালা গেস্ট হাউস থেকে মোহনার দূরত্ব কমবেশি আরাই কিমি। হাতাপথে জেতে প্রায় একঘণ্টা লেগে যাবে। আর পথে ছড়ানো ছিটানো কাঁকড়ার সম্ভার দেখতে দেখতে আর আধঘণ্টা! তাই যদি বিকালে বেরন, অন্তত সারে তিনটের মধ্যে বেরবেন।

0 Comments